• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোহলিকে সরানোই বিসিসিআইকে ক্ষোভ ঝাড়লেন বাট 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৫:০৫ পিএম
কোহলিকে সরানোই বিসিসিআইকে ক্ষোভ ঝাড়লেন বাট 

টি-টোয়েন্টি দল থেকে নিজেই দায়িত্ব ছেড়েছেন বিরাট কোহলি। আর ওয়ানডেতে হয়েছে তার উল্টো। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে কোহলিকে। তার অধিনায়কত্বে অনেক সিরিজ জিতেছে ভারত। তবুও কেন সরিয়ে দেওয়া হলো কোহলিকে? বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট।   

নিজের ইউটিউবে চ্যালেনে এক ভিডিওতে সালমান বাট বলেন, ‘‘বিসিসিআই চায়নি কোহলী টি২০-র অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক থাকতে পারবে না। সবচেয়ে ভালো হতো যদি কোহলিকে এক দিনের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতো।’’

ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার জন্য নাকি কোহলিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু এই সময় সীমার মধ্যে পদত্যাগ করেননি কোহলি। এই বিষয়টা একেবারেই ভালো লাগেনি বাটের কাছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘‘কোহলীকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখলো না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলি কী করেছেন। তাকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের বোঝা উচিত ছিল কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন।’’

বিরাটকে সম্মানের সঙ্গে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো যেত বলে মনে করেন বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘‘ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট ওয়ানডে ক্রিকেট খেলে। কিন্তু ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মরগান। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ হলেও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু বিরাটকে আরও সম্মান দিয়ে অধিনায়কত্ব থেকে সরানো যেত। এখানেই ভুল করেছে বিসিসিআই।’’

Link copied!